সৈয়দ মোহাম্মদ শাহেদ

উপাচার্য, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

সৈয়দ মোহাম্মদ শাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। বর্তমানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পরে ড. শাহেদ জাপানের নাগোইয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো ছিলেন। ২০১৮ সালে তিনি ‘নতুন চর্যাপদ’ গ্রন্থের জন্য জীবনানন্দ-ভুমেন্দ্র গুহ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি গবেষণায় বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান।

তাঁর গবেষণামূলক প্রকাশনার মধ্যে রয়েছে ছড়ায় বাঙালী সমাজ ও সংস্কৃতি, Comparative Study in Oral Tradition, Aesthetics of Gandhi, আফ্রিকার কবিতা, নতুন চর্যাপদ,পরি, পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি, ঢাকা শহরের ভিখারিদের গান; জীবনীগ্রন্থ রমেশ শীল, ফণী বড়ুয়া : জীবন ও রচনা, রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত। সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রমেশ শীল : অগ্রথিত গীতিগুচ্ছ, রমেশ শীল : অপ্রকাশিত কবিতাবলী, সংস্কৃতি ও উন্নয়ন, রমেশ শীল রচনাবলী, Culture of Peace, Dialogue among Civilizations, মাতৃভাষা। কিশোর-সাহিত্যের মধ্যে রয়েছে মিকি মাউস, প্যালেস্টাইন, ডিজনী নগরে হৈচৈ, বাঘের মাসী প্রভৃতি।

ড. শাহেদ বাংলাদেশ জাতীয় যাদুঘরের ট্রাস্টি, ইউনেস্কো জাতীয় কমিশনের সদস্য, শিল্পকলা একাডেমী পরিষদ-সদস্য, বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, সিংগাপুর, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা ও ডমিনিকান রিপাবলিকে বিভিন্ন সেমিনার সম্মেলনে যোগদান করেছেন ।