কেন নৃত্যকলা বিভাগ?

সাধনা এবং সৌখিন চর্চার পাশাপাশি নৃত্যকলা এখন উচ্চতর পর্যায়েও অধ্যয়নের বিষয়। নৃত্যকলা সম্পর্কে জ্ঞানকে গভীরতর করার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে এই বিভাগের কোর্সগুলো সাজানো। সাংস্কৃতিক বিবর্তনের প্রেক্ষাপট ও পটভূমি এবং তার ফলে নৃত্যের বিভিন্ন ধারার বিকাশের ওপর এখানে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের নৃত্যকলার বৈশিষ্ট্য ও ক্রমবিকাশ এবং বিশ্বে নৃত্যশিল্পের বর্তমান ধারাও পাঠক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।

কোর্সগুলোর উদ্দেশ্য

কোর্সগুলোর মধ্যদিয়ে শিক্ষার্থীরা নৃত্যকলা বিষয়ক তাত্ত্বিকজ্ঞান, ব্যাখ্যা, ইতিহাস ও ঐতিহ্য এবং ক্রমবিকাশ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবে। শিক্ষার্থীরা নৃত্যকলা বিষয়ে দক্ষ হওয়ার পাশাপাশি এর পটভূমি ও পরিপ্রেক্ষিত সম্পর্কেও জ্ঞান লাভ করবে। এর মধ্যে দিয়ে তাদের থেকে সৃজনশীল পেশাজীবী তৈরি হবে।

শিক্ষার মাধ্যম

নৃত্যকলা বিভাগে মূলত বাংলা ভাষায় শিক্ষা প্রদান করা হবে।

শিক্ষা ও পরীক্ষা

নৃত্যকলা বিভাগের বিএ (সম্মান) পর্যায়ে শিক্ষাকার্যক্রম ৪ বছরের । প্রতিবর্ষে থাকবে ২টি সেমিস্টার। প্রতি সেমিস্টারে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তী সেমিস্টারে উত্তরণ চলমান সেমিস্টারের ফলাফলের ওপর নির্ভর করবে।

শিক্ষাপদ্ধতি

  • ক্লাস লেকচার
  • অ্যাসাইনমেন্ট
  • অধ্যয়ন ও আলোচনা
  • সম্মিলিত পাঠ
  • সম্মিলিত পরিবেশনা
  • ব্যবহারিক প্রয়োগ
  • প্রদর্শন।

মূল্যায়ন

  • কুইজ
  • মিডটার্ম পরীক্ষা (১—২টি)
  • চূড়ান্ত পরীক্ষা
  • ব্যবহারিক পরীক্ষা
  • নিয়মিত মূল্যায়ণকরণ
  • একক বা সম্মিলিত কর্ম পরিচালনা
  • প্রতিবেদন।

শিক্ষাগ্রহণের স্থানসমূহ

  • শ্রেণিকক্ষ
  • অনুশীলনকক্ষ
  • বিশেষায়িত ক্ষেত্র বা এলাকা
  • গ্রন্থাগার
  • মঞ্চ
  • নৃত্য প্রদর্শনী।

পাঠক্রম [সারসংক্ষেপ]

  • ভরতনাট্যম, কত্থক, মণিপুরী
  • নৃত্যকলার ইতিহাস ও ঐতিহ্য
  • নৃত্যশাস্ত্র
  • প্রাচ্য, মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের নৃত্যকলা
  • অনুষঙ্গী বিষয় হিসেবে নাট্যকলা, সংগীত,যন্ত্রবাদন প্রভৃতি।

ক্রেডিট, কোর্স ও সেমিস্টার

নৃত্যকলা বিভাগে স্নাতক পর্যায়ে মোট ক্রেডিট ১২৮। মোট কোর্স ৩৭। এর মধ্যে ভাষা ও সাধারণ কোর্স ৪টি [বাংলা, ইংরেজি, বাংলাদেশ অধ্যয়ন ও রবীন্দ্র অধ্যয়ন], কোর কোর্স ২৯টি ও অনুষঙ্গী কোর্স ৪টি। প্রতি ক্রেডিটের জন্য প্রতিসপ্তাহে ১ ঘণ্টা  ক্লাস [যেমন: ৩ ক্রেডিটের ১টি কোর্সে সপ্তাহে ৩ ঘণ্টা ক্লাস]। ৪ বছরে ৮টি সেমিস্টার [প্রতি সেমিস্টার = ৬ মাস]। মোট ১৫ সপ্তাহ ক্লাস হবে। মধ্যবর্তী সময়ে মিডটার্ম পরীক্ষা। চূড়ান্ত পরীক্ষার আগে প্রস্তুতিমূলক-ছুটি এবং পরীক্ষার পরে সেমিস্টার-ছুটি থাকবে। পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরুর পূর্বেই চলমান সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তির যোগ্যতা

নৃত্যকলা বিভাগে ভর্তির জন্য এসএসসি/ও-লেভেল এবং এইচএসসি/এ-লেভেল  বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই নূন্যতম জিপিএ ২ থাকতে হবে।