সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন

ছবি ক্যাপশন: সামিট কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

(ঢাকা, বাংলাদেশ) ১২ই ফেব্রুয়ারি ২০২৪, সোমবার: বাংলাদেশের ভিন্নধারার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্থাপিত হলো ‘সামিট কম্পিউটার ল্যাব’। ল্যাবটি গতকালউদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান এবং উপাচা‍র্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। পরে আজিজ খান বিশ্ববিদ্যালয় পরিদ‍‍র্শন করেন এবং শিক্ষা‍র্থীদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠান ‘মিট দ্যা ড্রিমার’-এ অংশ নেন ।

 

ছবি ক্যাপশন: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠান ‘মিট দ্যা ড্রিমার’-এ অংশ নেন মুহাম্মদ আজিজ খান।

 

ছবি ক্যাপশন: মুহাম্মদ আজিজ খানকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বো‍র্ডের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান। বিশ্ববিদ্যালয়ের উপাচা‍র্য এসময় উপস্থিত ছিলেন।

ল্যাব স্থাপনে পৃষ্ঠপোষকতার জন্য সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে ধন্যবাদ জানিয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচা‍র্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, শিক্ষা‍র্থীদের কম্পিউটার-ভিত্তিক যুগোপযোগী শিক্ষা প্রদানে ঐকান্তিক সহযোগিতায় এই ল্যাব স্থাপন একটি অনন্য পদক্ষেপ। এর ফলে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা তাদের অধ্যায়নধারায়  প্রয়োজনীয় কম্পিউটার বিষয়ক কোর্স যেমন গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, থ্রিডি ইত্যাদি বিষয়ে দক্ষতা অ‍‍র্জনের সুযোগ পাবে ।

ছবি ক্যাপশন: মুহাম্মদ আজিজ খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদ‍‍র্শন করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. লে. কর্নেল মাহমুদ উল আলম (অব.), বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষা‍র্থী ও ক‍‍র্মক‍‍র্তাবৃন্দ।

 

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পাথেয়। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও টুইটার অনুসরণ করুন।

 

সামিটের সিএসআর কা‍‍র্যক্রম

সামিট বাংলাদেশের স‍‍র্ববৃহৎ অবকাঠামো প্রতিষ্ঠান এবং আমরা আমাদের ক‍‍র্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কা‍র্যক্রমের মাধ্যমে যেসকল এলাকায় ব্যবসা পরিচালনা করি সেখানকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা, শিল্প ও সংস্কৃতি,খেলাধূলা, স্বাস্থাসেবো এবং সামাজিক সুবিধা উন্নত করার সম‍‍র্থন করার লক্ষে আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে দী‍র্ঘদিনের অংশীদারিত্ব আছে। সামিটের একটি সিএসআর কমিটি আছে যেখানে কোম্পানির জ্যেষ্ঠ নেতৃত্বের উপস্থিতি আছে এবং ইতোপূ‍‍র্বে সামিট সিএসআর কা‍র্যক্রমের জন্য পুরস্কৃত হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য https://summitpowerinternational.com

Share:

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on pinterest
Pinterest
Share on linkedin
LinkedIn